উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (শনিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাকের কর্মকর্তা, এনজিও কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নারী প্রতিনিধি।
এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তারিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রাকিবুল হাসান সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা,এনজিও কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী সহ প্রমুখ।