মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজস্থলী বাজারে উপজেলা বিএনপি সহ-সভাপতি হাসেম মেম্বারের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিক এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ। পঞ্চাশ গরিব অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক।
বেলায়েত হোসেন - সবার নিকট দোয়ার প্রার্থনা করেন, এবং ভবিষ্যতে আরও এরকম মহৎ কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।