কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন কাজী রওনাকুল ইসলাম টিপু

আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৪:৩৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৪:৩৪:৩৫ অপরাহ্ন



বিশেষ প্রতিনিধি, 

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। কর্মীরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কিভাবে নেতা নির্বাচন করা যায়। নেতা কর্মীর মূল্যায়ন করুক বা না করুক কর্মীর ভোটেই নেতা নির্বাচিত হবেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ৫১ জন সদস্য ভোট দিবে প্রত্যেক ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫১ জন করে ৪৫৯ জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। 

তিনি আরো বলেন, জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি সেই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জিয়ানগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে তারেক রহমান এর ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, সদস্য শেখ হাসানুল কবির লীন, কর্মী সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপি আহবায়ক মোঃ ফরিদ আহমেদ । সঞ্চালনা করেন উপজেলার বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]