ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৬:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৬:৪১:৪২ অপরাহ্ন
 

শ‌হিদুল ইসলাম (ধনবাড়ী) টাঙ্গাইল

টাংগাইলে ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজারে ঢাকা থেকে আসা জামালপুর গামি যাত্রীবাহী বাস ও জামালপুর থেকে মধুপুর গামি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বিল্লাল (৩৮) নিহত হয়েছে।

এতে সিএনজির আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভ‌র্তি করেন।

আহতদের পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ( ৪ মার্চ) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক এর নাম বিল্লাল (৩৮), পিতা জাহেদ আলী, গ্রাম চাকথহ সরদার বাড়ী, পোস্ট -থানা মেলান্দহ, জেলা জামালপুর।

আহত যাত্রীদের নাম মিষ্টার (৪৫) পিতা রুস্তম আলী, গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ, জেলা জামালপুর, শুক্কুর আলী (৫২), পিতা সিফার, গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ, জেলা জামালপুর। আহত দুইজনের অবস্থা আকাঙ্ক্ষা জনক থাকায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওই অবস্থায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায় পরে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ঘাতক বাসটিকে থানা নিয়ে আসেন। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

 

 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]