​সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৯:২৫:০৭ অপরাহ্ন




মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী 

রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। সোমবার (৩ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের যাত্রীছাউনি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
রাজস্থলী উপজেলা বিএনপির সহ প্রচার প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান প্রিন্সের সঞ্চালনায় এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।

এতে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বাহাদুর, রাজস্থলী উপজেলা বিএনপির  ছাত্রবিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, উপজেলা  বিএনপির সদস্য জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী,  উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, মোঃ মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী  আওয়ামী সরকারের দোসররা এখনো প্রশাসনের ভিতরে থেকে বিএনপির নেতাকর্মীদের উপর সুক্ষভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অনতিবিলম্ব রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার নিঃশর্ত মুক্তির ব্যবস্থা না করলে আমরা আরো কঠিন কর্মসূচির ঘোষনা দেবো। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে  বাবলু মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা যারা দায়ের করেছে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]