চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাত অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৮:৫৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৮:৫৩:৫৫ অপরাহ্ন




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গতকাল ২ মার্চ রোববার বিকেলে ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামী মিল্লাতসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তলসহ ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য গ্রেফতারকৃতরা হচ্ছে আবুল হাসনাত ফাহিম ও মোঃ রুবেল (২৬)।

উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে-২টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি হাসুয়া, ১টি ছুরি, ২টি কেচি,  ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক, ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটর সাইকেল। গ্রেফতারকৃত ডাকাত ও অস্ত্রশস্ত্র উদ্ধার সংক্রান্তে আজ ৩ মার্চ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন  উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিনুল ইসলাম।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আরিফুর রহমান এসময় উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃতরা ছিনতাই, চাঁদাবাজী ও জায়গা দখল সংক্রান্তে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ঘেরাও করে অস্ত্রশস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে। চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্তে এক ও একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় পৃথক পৃথক ৩ টি মামলা রজু করা হয়েছে এবং শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও শীর্ষ সন্ত্রাসী মিজানকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিনুল ইসলাম।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]