মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান পরিদর্শন করেছেন। গতকাল ৩ মার্চ (সোমবার) উপজেলার বিভিন্ন স্থানে চলমান প্রকল্পে পরিদর্শন কালে অনিয়ম দেখে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের বভন নির্মাণ এবং সিসিবি প্রকল্পের অধীনে রাস্তার কার্পেটিং ও পাশে রিটার্নিং ওয়ালের কাজ চলমান রয়েছে।
এসব কাজে পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান মহালক্ষীপাড়া - বেজুড়া রাস্তার কার্পেটিং ও পাশের রিটার্নিং ওয়ালে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় ঠিকাদারকে ডেকে তা সংশোধনের জন্য কঠোর নির্দেশনা দেন।
এছাড়া বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ পরিদর্শনের সময় ভালো ব্রান্ডের ও টেকসই মালামাল ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, চলমান প্রকল্পসমূহের কোনো কাজের অসংগতি পরিলক্ষিত হলে উপজেলা প্রশাসনকে অবহিত করুন। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।