মোঃ আবদুল্লাহ বুড়িচং।
কুমিল্লার বুড়িচংয়ে বোতলজাত সয়াবিন তেলের সংকটের সাথে সাথে নিত্য পণ্যের বেশকিছু জিনিসপত্রের দামও বেশি এবং বাজারের যানজট নিরসণ, সাধারণ মানুষ চলাচলের জন্য ফুটপাত উম্মুক্ত রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার (২মার্চ) সকালে মাহে রমজানের প্রথম দিনে উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার।
এ সময় গায়ের মূল্য থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করায় একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও সাহিদা আক্তার জানান, এই রমজান মাসে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কোন কারণ ছাড়াই কেউ অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি করলে তা না কেনার জন্য জনগণকে সচেতন হতে অনুরোধ করেন তিনি।