মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-প্রতিপাদ্য সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করর হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, রাজস্থলী থানার এস আই হাফিজুল ইসলাম, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগন।