ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাকৃবি ছাত্র শিবিরের গণ ইফতার কর্মসূচি

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৩:৪৬:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৩:৪৬:১৪ পূর্বাহ্ন

 

 
বাকৃবি প্রতিনিধি:
ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বিশ্ববিদ্যালয়ে সাত দিন ব্যাপী গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে। ইফতার কর্মসূচির প্রথম দিনে বাকৃবি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকল শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা।
 
রবিবার (২মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত ইফতার কর্মসূচিতে কর্মকর্তা,কর্মচারী, নানা শ্রেণি পেশার এবং বিভিন্ন অনুষদ ও বর্ষের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আসরের নামাজের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মসজিদে উপস্থিত হতে থাকে। ইফতারের পূর্ব মুহুর্তে কেন্দ্রীয় মসজিদের খতিব সাওমের তাৎপর্য আলোচনা ও দোয়া পরিচালনা করেন।
 
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, আমাদের ভাতৃত্ব বৃদ্ধি ও ইসলামের পুরনো ঐতিহ্য সকলে মিলে একসাথে ইফতার করা। ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বাকৃবি ছাত্রশিবির গণ ইফতার কর্মসূচি হাতে নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সংগঠনের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। এভাবেই গণ ইফতার কর্মসূচিতে বাকৃবি শিক্ষার্থীরা প্রতিদিনই অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি।
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]