ঘাটাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি সন্ত্রাসবাদ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা 

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৩:১৩:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৩:১৩:২৮ পূর্বাহ্ন
 
 
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 মানুষে মামুষে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, একে অপরের সাথে ভাতৃত্ব সৃষ্টি এবং স্থানীয় সামাজিক সমস্যা নিরসনে এক আলোচনা সভা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ ২ মার্চ রবিবার সকাল ১০ টায়  ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় স্থানীয় মুমিন  মুসলমান, গণমাধ্যম কর্মী ও স্থানীয় সুধীজন অংশ গ্রহন করেছেন। আলোচনা সভার পূর্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক শোভাযাত্রা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, আহলান সাহলান পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিন দায়িত্ব ও কর্তব্য বিধায় এ জন্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ প্রকাশ্য পানাহার করা থেকে জনগনকে বিরত থাকতে হবে। স্থানীয় বাজারে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যাবসায়ীদের আহবান জানান।
 
অন্যান্য আলোচনায় ঘাটাইলের উঠতি বয়সী তরুনদের মাদকাসক্ত থেকে মূখ ফিরিয়ে আনতে এবং এ থেকে অনাগ্রহী হতে স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও চিত্র বিনোদনের আয়োজন করার প্রতি জোড় দাবী জানানো হয়। 
 
উপজেলা প্রতিটি গ্রাম মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন এবং ইভটিজিং বন্ধে প্রশাসনকে দ্রুততম সময়ে অবহিত করার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
 
ইসলামীক ফাউন্ডেশন ঘাটাইলের ফিন্ড অফিসার এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। আরো আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, মাওলানা  মফিজুল হক, সিদ্দিকুর রহমান প্রমুখ।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]