কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১০:৪১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১০:৪১:৩২ অপরাহ্ন



আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও দুই নং আসামী তার ভাই মশিউর রহমান রাজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিন টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা দুজনই আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামী।

স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের বিরোধের জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আতকার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন। ঘটনার তিনদিন পর ৩০ ডিসেম্বর নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে হত্যা মামলা করেন এবং নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার ৩৪ জনের নামে কালকিনি থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে ও দুই নং আসামী করা হয় তার ভাই মশিউর রহমান রাজনকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান,”কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তারা জামিনে রয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]