শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ।

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১২:০৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১২:০৯:৪৭ অপরাহ্ন



শাহিন ইসলাম নকলা (শেরপুর) প্রতিনিধি :

'মানুষ মানুষের জন্য' এ স্লোগানকে বুকে ধারণ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুল আলম-এর সার্বিক সহযোগিতায় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১লা মার্চ) শনিবার সকাল ১২ টায়  শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে "চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে'র" মাঠে শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ওই সব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে ছিল- আধা কেজি খেজুর, দুই কেজি মুড়ি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি ছোলাবুট ও দেড় কেজি মুরগী। 



জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ সজিব মিয়া বলেন, চারপাশের গরিব অসহায় মানুষের জন্য আমরা আমাদের এলাকার সমাজকর্মী রাশেদুল আলমের ভাইয়ের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করেছি।

কান্ট্রি ম্যানেজার ও সমাজ সেবক মো. রাশেদুল আলম জানান,  আমি মুলত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করি। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার তরুণদের সহযোগিতায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন উদ্যোগ চলমান থাকবে। 

এসময় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মো: সজিব মিয়া, মো. রাসেল, নামজুল মন্ডল, মনির হোসেন, আহসান হাবিব, আতিকুল ইসলাম, শাহিন ইসলাম, মাসুদ রানা, তন্ময়, সানি আলম, রবিন হাসান, ইমন ইসলাম, রাকিব হাসান, আবির ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাহ, এস ডি রুবেল, নিশাত, সাইদ, রনি হাসান, জহুরুল, সাকিব হাসান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]