ধনবাড়ীতে পুষ্প প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে বা‌র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:৫৮:০৭ অপরাহ্ন




শ‌হিদুল ইসলাম (ধনবাড়ী) টাঙ্গাইল 

টাংগাইলে ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান" পুষ্প প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল" নানা আয়োজনের মধ্য দিয়ে বা‌র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

শনিবার (১মার্চ) সকাল ১০ টা ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুষ্প প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে 

প্রধান অ‌তি‌থি হিসাবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম। 

বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান মাসুদ, সাবেক সভাপতি ধনবাড়ী উপজেলা যুবদল, মোঃ ইলিয়াস ইমাম, ধর্ম বিষয়ক সম্পাদক ধনবাড়ী পৌর যুবদল, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কলেজ শাখা ছাত্রদল ধনবাড়ী, সুমন আহমেদ, ছাত্র সমন্বয়ক ধনবাড়ী, সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ খায়রুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি, পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। 

বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]