​ইবি মেসডার সভাপতি মোতালেব, সম্পাদক ইউসুফ

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:০০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:০০:০৩ অপরাহ্ন




মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।  

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোতালেব বিশ্বাস লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: ইউসুফ। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাসনিমুল হাসান তানিম, মোঃ আজিজুল ইসলাম, সাফরা আয়াত রজনী, সাজিদ আল অংকন ও রিয়াদ বিশ্বাস। যুগ্ম-সাধারন সম্পাদক মেজবা-উল হক রাব্বি ও নাছিম আলী। সাংগঠনিক সম্পাদক ফাহিম ফারদিন, মীর হুমাইরা সুলতানা ও সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সানজাদ, আবু সালিক মোঃ সাজ্জাদ, নাহিদা আফরিন ও শামিম রেজা। কোষাধ্যক্ষ ছুম্মা খাতুন, সহ-কোষাধ্যক্ষ শারমিন আক্তার বৃষ্টি ও সাব্বির আহমেদ। দপ্তর সম্পাদক আতিক হাসান সোহান, উপ-দপ্তর সম্পাদক মো: ছাদিকুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক সৌরভ হোসেন, উপ-প্রচার সম্পাদক মোসফিকুর রহমান রানা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওশীন দোলা, যোগাযোগ বিষয়ক সম্পাদক সারোয়ার পারভেজ, আইসিটি বিষয়ক সম্পাদক আবির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক রবিন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জহুরা স্নিগ্ধা, আইন বিষয়ক সম্পাদক শামীম রেজা, সেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক সুমাইয়া আরফিন সুপ্তি,ভর্তি বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফাতেমা জারিন তাসনিম শিফা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুস্তাকিম রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদিয়া খাতুন, ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক বিনা খাতুন।

এছাড়া  উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, অধ্যাপক ড. মোহা. মাহবুবুর রহামান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, উপ-রেজিষ্টার(ল্যাব) মোঃ গাউসুল আজম, ইবি মেডিকেলের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড.অশোক চন্দ্র বিশ্বাস। 
সাবেক মেসডার সদস্য জারাফত ইসলাম, মোঃ আখতারুজ্জামান, রাসেল হোসাইন, রাকিবুল ইসলাম   ইমন আহমেদ এবং সাব্বির আহমেদ।

নব-নির্বাচিত মেসডার সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন, "ইবিতে মেহেরপুরের প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। আমরা আমাদের মেহেরপুরকে ইবির কাছে সর্বোপরি বাংলাদেশের কাছে পরিচিত করতে চাই। আর এজন্য দরকার ইউনিটি যা এই সংগঠনের মাধ্যমে সম্ভব। তাই আমি কমিটির সদস্যসহ সকলের কাছে আহ্বান জানাচ্ছি সবাই এক হয়ে মেহেরপুরের এবং মেহেরপুরের শিক্ষার্থীদের উন্নয়নে একসাথে কাজ করার জন্য।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]