​ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতীকী ফাঁসি কার্যকর

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:৪৯:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৪৯:২৮ পূর্বাহ্ন




বিশেষ প্রতিনিধি:

দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পিরোজপুরের  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ও ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে পিরোজপুর শহরের স্কুল পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন। এসময় তাদের হাতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী প্লেকার্ড দেখা যায়। পরে শিক্ষার্থীরা  টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন স্নিগ্ধ ও আনিকা।

এ সময় বক্তারা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা হয়না। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে সোচ্চার। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা আরও বলেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনার সাথে জড়িতদের  বিচার করতে না পারে, তাহলে তার  পদত্যাগ করতে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এমন সমাজ চাই যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। এজন্যই ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করে।
পরে  শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফাসির মঞ্চ সাজিয়ে ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]