বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রান গেল যাত্রীর

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১০:২২:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১০:২২:৫০ পূর্বাহ্ন





এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
 
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে মো.হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে চড়েছিল। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হৃদয় কক্সবাজার জেলার মো.ইলিয়াছের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। এসময় বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছলে এক যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিল।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত যুবকটিকে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]