​কয়রায় মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন




শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি 
কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদিক সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার  আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের মোকতার মোড়লের স্ত্রী জাহানারা খাতুন  তাদের পুত্রবধু ফাতেমা খাতুন এবং  জামাতা ইয়াছিন গাজী। 


গতকাল  সোমবার বিকালে  তাদের নিজ বাড়ীতে তারা বলেন, ২৩ শে ফেরুয়ারী কিছু নিবন্ধনহীন অনলাইন পত্রিকায় মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ সম্মেলনটি সোমবার সকালে   একই গ্রামের মৃত কাশেম সানার পুত্র জুমাত আলী তার নিজ বাড়ীতে করেন সেখানে তিনি বলেন আমার স্ত্রী সাহিদা খাতুন  ১৮ই  ফেরুয়ারী এস আই মনিররের নেতৃত্বে   আহসান, ইয়াছিন এরা মিলে হুমকি দিয়ে  মোক্তারের বাড়ীতে চুরির ঘটনায় সাক্ষী দিতে বলে এবং তাকে সম্মানহারি করেন।

জাহানারা ও ইয়াছিন জানান, তারা মিথ্যা তথ্য  দিয়ে সংবাদ সম্মেলন করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুলত ঘটনা ১৪ই ফেরুয়ারী দিবাগত রাতে জুমাত সানার স্ত্রী  সাহিদা খাতুন সহ অজ্ঞাত ২/৩ মিলে খাবারে চেতনানাশক ঔষধ দেয় উক্ত খাবার খেয়ে জাহানারা, ফাতেনা, লুতফুনেছা অচেতন হয়ে পড়লে তাদের বাড়ী থেকে মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা চিকিৎসার পর জাহানারা কয়রা থানায় মামলা দায়ের করেন।  প্রাথমিকভাবে পুলিশের কাছে তিনি এ ঘটনার সাথে জড়িত স্বীকার করলে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করেন। মহামান্য আদালত  জুমাত সানার স্ত্রী  সাহিদা খাতুন কে জেল হাজতে প্রেরণ করেন। সাহিদার স্বামী এটাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে আওয়ামীলীগের সন্তাসী ও কুরুচিপূর্ণ কথা বলে অপবাদ দিচ্ছে যাহা মিথ্যা ও বানোয়াট।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]