বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ীদের নিয়ে আসন্ন রমজান উপলক্ষে সচেতনতা সভাবাজার পরিচালনা কমিটির উদ্যোগে।

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:১০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:১২:০৯ অপরাহ্ন

 

রাজস্থলী

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহি বাঙ্গলহালিয়া বাজার পরিচালনা কমিটি আসন্ন রমজান উপলক্ষে বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ীদের সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গির আলম চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুমন কান্তি দে সঞ্চালনায় সভা পরিচালিত হয়।


এতে পরিচালনা কমিটির সহ-সভাপতি মুসা,কোষাধ্যক্ষ প্রিয়লাল দত্ত, প্রচার সম্পাদক জামাল সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসীবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনায় মুদি ব্যবসায়ীদের অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ও খাবারের দোকান বন্ধ রাখা,যাহাতে রোজাদারের কোন প্রকার অসম্মান না হয়।এবং প্রত্যক দোকান পরিষ্কার পরিছন্ন রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি। বিশেষ করে মাছের বাজার নিয়ে কঠিন ভাবে সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছায় কমিটি। বাঙ্গালহালিয়া বাজারে আসা সকল ক্রেতা যাতে তাজা মাছ কিনতে পারে সেই জন্য ফ্রিজ তুলে নেওয়ার কথা জানিয়ে দেন এবং মাছ ব্যবসায়ীদের এক সপ্তাহের সময় বেধে দেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]