ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ১৫ জন ছিনতাইকারী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:০৪:৪৫ অপরাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার গুলশান, বিমানবন্দর এবং গাজীপুর মেট্রোর সদর থানাধীন এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ১৫ জন ছিনতাইকারী‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

সাম্প্রতিক সময়ে র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আব্দুল্লাহপুর, টঙ্গী এবং গাজিপুর থানাধীন এলাকায় ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২০০০ ঘটিকা হতে ২৩৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার এবং জিএমপি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কয়েকটি আভিযানিক দল “ডিএমপি ঢাকার গুলশান থানাধীন মাদানী এভিনিউ এলাকা হতে গাজীপুর সদর থানাধীন চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের দলনেতা মোঃ ইমন (২৪), পিতা-মোঃ কাজল, গ্রাম-কলাগাইছে, থানা- হোমনা, জেলা-কুমিল্লা সহ ১৫ জন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ২) রতন (২০), পিতা-মৃত বাবু, গ্রাম-ছাব্বিশা, থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইল, ৩) ইয়াসিন (২০), পিতা-সাইফুল, গ্রাম-পাজোলিয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৪) সোহেল রানা (২২), পিতা-নিয়ামত আলী, গ্রাম-শেধুলিয়া, থানা-নলিতাবাড়ী, জেলা-শেরপুর, ৫) জাহিদ হাসান (২৮), পিতা-শাখাওয়াত হোসেন, গ্রাম-বাজারী পাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, ৬) মোঃ সাকিব (২৪), পিতা-অব্দুল কাদের, গ্রাম-টাইগারপাস, থানা-কোতয়ালি, জেলা-চট্রগ্রাম ৭) মোঃ ইমান @ ইমাম হোসেন(২৬), পিতা-মৃত বিল্লাল হোসেন, গ্রাম- বাগানবাড়ী, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৮) মোঃ মারুফ(১৯), পিতা- মৃত করিম, গ্রাম-বইপুর, থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়া, ৯) মোঃ পলাশ(২২), পিতা-মৃত শাহা আলম, গ্রাম-মোহনগঞ্জ, থানা:-বারহাট্টা, জেলা:-নেত্রকোনা, ১০) মোঃ শুভ(২২), পিতা:-মৃত: শুকুর হাওলাদার, গ্রাম-কাশিপুর, থানা:-কোতয়ালী, জেলা:বরিশাল, ১১) মোঃ বাছির(২৪), পিতা-মোঃ জাকির, গ্রাম-ফদারবাজ, থানা:-ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা:-ব্রাহ্মনবাড়িয়া, ১২) মোঃ সাগর (২২), পিতা-মোঃ জসিম, গ্রাম-আমতলী, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি গাজীপুর, ১৩) মোঃ আনোয়ার (৩৫), পিতা-মোঃ আবেদ আলী, গ্রাম-কাকচর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ১৪) মোঃ আরিফ (২২), পিতা-মৃত সবুজ মির্দা, গ্রাম-টঙ্গী ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর ১৫) মোঃ শাহিন (৩৪), পিতা-খোরশেদ ব্যাপারী, গ্রাম-জাজিরা, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জদের‘কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত ছিনতাকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০৬ টি ফোল্ডিং চাকু, ০১টি ক্ষুর উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]