মুলাদীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:৫৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:৫৩:২৮ অপরাহ্ন



মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ২৫ ফেব্রæয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচনা হয়েছে মুলাদী বন্দর পূর্ব পার্শ্বে কাঠের বাজার সংলগ্ন আড়িয়াল খা নদীর উপর ব্রীজের তৈরী করা, চর আবুপুর গ্রামে ৩ একর ২০ শতাংশ জমিতে স্ট্রবেরী গাছের পচন ধরা, তেরচর গ্রামের রাস্তার মাথা থেকে ভাঙ্গারমোনা মোসলেম মাওলানার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ, মৎস্য অফিসের সামনে জাল পোড়ানো বন্ধ রাখা ও মুলাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১২১নং তেরচর ভাঙ্গারমোনা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পোলের ব্যবস্থা করা।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ তানজিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হারুন অর রশিদ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত বাড়ৈ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন ও মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন বলেন, আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাবো। আপনাদেরও সহযোগিতা করতে হবে। রমজান মাসে দ্রব্য মূল্যে যাতে বৃদ্ধি না পায় সে দিকে লক্ষ রাখবো। তৈলের দাম বৃদ্ধির জন্য যারা মজুদ করবে তাদের ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]