দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালন করা হয়েছে। গত (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মো: আল কামাহ তমাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, পৌর নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার একেএম মহিব্বুলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-প্রতিনিধি, জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।