কালকিনিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! ১০ লক্ষ টাকার ক্ষতি

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০২:২৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০২:২৩:৩৪ অপরাহ্ন

 

আশরাফুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহিম মুরাদ সরদারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের চাচাতো ভাই আবু বক্কারের গোয়াল ঘরে কেবা-কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে মুহূর্তের মধ্যে ওই চেয়ারম্যানের গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আবু বক্কারের ও ওই চেয়ারম্যানের ৪ টি গরু এবং তাদের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেন।

এ ব্যাপারে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, অগ্নিসংযোগের কারনে আমার এবং আমার চাচাতো ভাইয়ের দুটি গোয়ালঘর ও চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা এমন নেক্কার জনক কাজটি করেছে এর বিচার আল্লাহ  যেনো করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]