বুড়িচংয়ে ৭ তলা বিশিষ্ট আধুনিক মার্কেট 'খোকন খান কমপ্লেক্স' শুভ উদ্বোধন!

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৮:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৮:৫৮:৪৭ অপরাহ্ন

 

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং সদরে ৭ তলা বিশিষ্ট মার্কেট 'খোকন খান কমপ্লেক্স ' আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

(২৩ ফেব্রুয়ারি ২০২৫) রোববার দুপুরে বুড়িচং সদর বসুন্ধরা চত্ত্বরে ৭ তলা বিশিষ্ট আধুনিক মার্কেট ' খোকন খান কমপ্লেক্স' মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,মালিক পক্ষের এরশাদুল হক, মো. আজিম খান, মো.আরিফ খান, মো. এমরান হোসেন,মো.মহসিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, হারিজ খান ফাউন্ডেশনের সভাপতি মজিবুর রহমান সুমন।

এসময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল হোসেন, খোরশেদ আলম, মোতালেব হোসেন, জুলহাস মিয়া, সোহেল আহমেদ, রুবেল খান,মোঃ কবির হোসেন, ফেরদৌস মুহুরী, জাকির হোসেন, রফিক মিয়া, সুমন, জাহাঙ্গীরসহ বাজারের মান্যগণ্য ব্যক্তিবর্গরা।

মার্কেটের মালিক পক্ষ জানায়, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে 'খোকন খান কমপ্লেক্স' ভিন্ন আয়োজনে সাজানো হয়েছে।

এখানে পোশাক থেকে শুরু করে প্রসাধনী, জুতা, গয়না, ঘরের অন্দরসজ্জা সামগ্রী, ক্রোকারিজ ও ইলেকট্রনিক জিনিসপত্রসহ বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ে পাওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]