গৌরীপুরে ওপেন এয়ার আর্ট ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৮:২৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৮:২৭:৪৮ অপরাহ্ন

 


ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

 


‘প্রকৃতির টানে’ এই শিরোনামে ময়মনসিংহের গৌরীপুরে ওপেন এয়ার আর্ট ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গৌরীপুর ড্রইং স্কুলের উদ্যোগে স্কুল পড়ুয়া শিশু চিত্রশিল্পীদের নিয়ে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ৩০ জন শিশু চিত্রশিল্পী এই ক্যাম্পে অংশগ্রহণ করে।


গৌরীপুর ড্রইং স্কুলের পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মোঃ রাজন, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক অমল চন্দ্র দাস, সমীরণ দেবনাথ, সংস্কৃতি কর্মী পার্থ তালুকদার, গৌরীপুর ড্রইং স্কুলের সমন্বয়ক কাঁকন দাস, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, অভিভাবক রেহানা আলম পাপিয়া প্রমুখ।


বক্তারা বলেন, এই ক্যাম্পের মাধ্যমে শিশুদেরকে প্রকৃতির সঙ্গে পরিচিত করানোই মূল উদ্দেশ্য। শিশু চিত্রশিল্পীরা খুব ভালো ছবি এঁকেছে। তাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকলে গৌরীপুর থেকেও অনেক স্বনামধন্য চিত্রশিল্পী হয়ে উঠবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সমাপনী হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]