বিদ্যালয়ের মাঠের গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ 

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৬:১৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৬:১৫:৩৪ অপরাহ্ন

 

 

মুলাদী প্রতিনিধিঃ

 

মুলাদী পৌরসভার ২নং ওয়াডের ৫২নং পশ্চিম তেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

 

জানা গেছে, গত ১৬ ফেব্রæয়ারী রবিবার পশ্চিম তেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে^র একটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে, যার মুল্য আনুমানিক ৬০০০০ টাকা।

 

খবর নিয়ে জানাজায় গাছটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামচুন নাহার ও সহকারী শিক্ষক মাহমুদ হোসেন টিপু যোগসাযোস করে ব্যক্তি মালিকানা দেখিয়ে বিক্রি করে দেয়।

 

স্থানীয় লোকজন জানান, আমরা অনেক দিন আগে থেকেই জানি এই গাছটি বিদ্যালয়ের কিন্তু কয়েকদিন পূর্বে কারা যেন গাছটি কেটে ফেলেছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামচুন নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছটি বিদ্যালয়ের মাঠের পাশে হলেও বিদ্যালয়ের জমিতে পরেনি, তার যাদের গাছ তারাই বিক্রি করে দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]