সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৫:৪১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৫:৫৭:১৪ অপরাহ্ন

 

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনের সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

‎শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা।

 

‎জানা যায়,উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত প্রাপ্তি আইডিয়াল স্কুলটি গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নুহা মনি নিহত হন৷ এছাড়াও এর আগে এ স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনা শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

‎‎মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, নিহত নুহার পরিবারের পক্ষে শাহানারা আক্তার প্রমূখ। এ সময় বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান।

‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]