বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নটরডেমিয়ান অ্যাসোসিয়েশনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফিসারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো ইসমাইল হোসেনকে সভাপতি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো গোলাম সাকলাইন আনাসকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সংগঠনটির নবীন বরণ ও বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন কৃষি রসায়নের প্রফেসর ড. আতিকুর রহমান ।
নটরডেমিয়ান অ্যাসোসিয়েশন অব বাকৃবির আহ্বায়ক ও ফিসারিজ ফ্যাকাল্টির শিক্ষার্থী হাসিবুল হাসান বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো আবদুল আলিম।
অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী শিক্ষার্থী ও আহ্বায়ক কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান। নবীন শিক্ষার্থীদেরও ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও, বাকৃবিতে চান্স পাওয়া নটরডেম কলেজের নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়।