মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে অধিনায়ক র‌্যাব-১০ কর্তৃক মুন্সিগঞ্জ জেলাসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীয়া সামগ্রী বিতরণ।

আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৫:২৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৫:২৪:৫৬ অপরাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক

মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে অধিনায়ক র‌্যাব-১০ কর্তৃক মুন্সিগঞ্জ জেলাসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীয়া সামগ্রী বিতরণ।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস মহোদয় এর সুযোগ্য দিকনির্দেশনায় র‌্যাব প্রতিনিয়ত মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে জনসাধারণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতিক হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

 

মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মুন্সীগঞ্জসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ, অনাথ এবং সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় অদ্য ২০ ফেব্রæয়ারি ২০২৫ ইং তারিখ ১২:৩০ ঘটিকায় মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর দিকনির্দেশনায় মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় এতিম বাচ্চাদের মাঝে ক্রীয়া সামগ্রী বিতরন করেন র‌্যাব-১০ ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম। অধিনায়ক র‌্যাব-১০ কর্তৃক মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানাধীন এলাকায়  সমাজসেবা অধিদপ্তরের শিশু পল্লীতে বসবাসরত দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রিকেট ব্যাট, ভলিবল, ব্যাডমিন্টন ব্যাট ও নেট, ফুটবল ইত্যাদি ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং জাগরণী সংসদ, কুসুমপুর, সিরাজদিখান থানা এলাকায় আরেকটি সমাজসেবা শিশু পল্লীতেও ক্রিকেট ব্যাট, ভলিবল, ব্যাডমিন্টন ব্যাট, ব্যাডমিন্টন নেট, ফুটবল ইত্যাদি ক্রিয়া সামগ্রী বিতরণ করেন। এসময় র‌্যাব-১০ এর অধিনায়ক শিশুদের উদ্দেশ্য বলেন যে “খেলাধুলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয় বরং এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়। তিনি আরও বলেন শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খেলাধুলা করা। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয় বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীয়াচর্চা অপরিহার্য।” ক্রীয়া সামগ্রী পেয়ে অসহায় দুস্থ ও অনাথ শিশুরা র‌্যাব-১০ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

র‌্যাব-১০ জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কাজ অব্যহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, র‌্যাব-১০ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, খন্দকার হাফিজুর রহমান, জাগরণী সংসদের সহ সভাপতি, নুরুজ্জামান ভূঁইয়া পাপুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]