আল আযহারে যাচ্ছেন ফুল ফ্রী স্কলারশিপে ঢাকা আলিয়া শিক্ষার্থী রাকিবুল

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন

 

ঢাকা আলিয়া প্রতিনিধিঃ

বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছে। তিনি উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ, সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল ২২-২৩ সেশনের নিয়মিত শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।

বাংলাদেশের সর্বমোট ১২ জন শিক্ষার্থী  মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট লেভেলে ফুল ফান্ডেন্ড স্কলারশিপে  নির্বাচিত হয়েছে।  রাকিবুল  শৈশবে চারজানিয়া জামেয়া ছালেহিয়া মাদ্রাসা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন এই  মেধাবী শিক্ষার্থী।  তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ইছাপুর গ্রামের কৃতি সন্তান।

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি দৈনিক বাংলা আলো প্রতিনিধিকে জানান
সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর তাআলার প্রতি।যিনি আমাকে সমগ্র বিশ্বের ইসলামি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দিয়েছেন।আমার এই অর্জনের পিছনে আমার সম্মানিত পিতা-মাতা ও উস্তাদবৃন্দের দু'আ ও পরিশ্রম রয়েছে।সর্বোপরি এ অর্জনে আমি ভীষন খুশি,পাশাপাশি সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং দেশবাসীর নিকট দু'আ প্রত্যাশী করছি।

এ বিষয়ে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আশরাফুল কবির বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুলের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দাখিল ও আলিম স্তরে শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে মুফতি আমিমুল ইহসান হল বরাদ্ব দেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]