হোসেনপুরে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির।

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:২৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:২৬:০৭ পূর্বাহ্ন
 
 
 
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
 
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
 
ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া, জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলার আমির আমিনুল হক, ইসলামী ছাত্রশিবির ডুয়েট শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামিল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ম্যানেজার মমিনুল নাবিল, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার লেকচারার জুবায়ের ইবনে আব্দুল হাই।
 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কিশোরগঞ্জের ধুমকেতু শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]