কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৫৮:৪৭ অপরাহ্ন

কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ
কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট মেরে আহত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ১৩ই ফেরুয়ারী বৃহস্পতিবার কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নিবাহি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা থেকে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয় করে বাড়ীঘর নির্মাণ করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্যাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতারিত করার জন্য হামলা ও হুমকি দেয় তার জন্য মনিরুল কয়রা থানায় জিডি করেন। ১১ই ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা পিতা মৃত কুদ্দুস সানা গংরা ও সন্ত্রাসীরা দা, শাবল, কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ীঘরের ক্ষতিসাধন করে ঘরে রক্ষিত টাকা ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তারা এখন নিরাপত্তাহিনতায় ভুগছেন বলে জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]