অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ০২জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকা হতে প্রায় অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ০২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মধ্যে রাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯,৫০০/- (নিরানব্বই হাজার পাঁচশত) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ০২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। মো. জিলানী ইরান (১৯), পিতা- মো. হারুন রহমান, সাং-সৈদারবালি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদরীপুর, ২। মো. রিয়াদ (১৯), পিতা-মো. রফিকুল ইসলাম, সাং-১নং শকুনি কলেজ রোড, থানা- মাদারীপুর সদর, জেলা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৫০০ টাকা সমমূল্যের ৯৯টি, সর্বমোট ৪৯,৫০০/- (উনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]