ব্রাহ্মণপাড়ায় ইট ভাটা ও পরিবেশককে দের লক্ষ টাকা জরিমানা

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:০৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:৫৭:১৯ পূর্বাহ্ন
 

 

মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধপপুর ইউনিয়নের মিরপুর এলাকায় এক ইট ভাটা ও পরিবেশককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৮ ফেব্রুয়ারী (শনিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ইট ভাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধপপুর ইউনিয়নের মিরপুর এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মেসার্স এবিসি ব্রিকস, মিরপুর এর প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয় এবং ২০ দিনের মধ্যে কাগজপত্র সম্পাদন করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া মেসার্স রিতু ব্রিকস, মাধবপুর এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অফিসিয়ালি সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অবৈধ এসকল ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা উপস্থিত ছিলেন এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]