ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মাটি খেকোরা।

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:০৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:০৭:০১ অপরাহ্ন

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোন মতেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ ‘টপ সয়েল’ বিক্রি। পরিবেশ আইন অমান্য করে ১৬ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মাটি খেকোরা। স্থানীয়দের অভিযোগ প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাতল বিলে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন উপজেলার ইটভাটায় পাঠানো হচ্ছে। ফলে কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য।

অভিযোগ রয়েছে, একদল অসাধু ব্যবসায়ী কৃষকদেরকে নানা প্রলোভন দেখিয়ে এসব মাটি কিনে পাচার করছে ইটভাটা এবং জমি ভরাটসহ বিভিন্ন স্থানে। যদিও প্রশাসন বলছে, জমির উপরিভাগের মাটি কাটা অবৈধ। যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঢাকা সিলেট মহাসড়কে খোলা ট্রাকে মাটি বহন করে চলাচল করলেও হাইওয়ে পুলিশকে মৌখিক ভাবে জানানো হলেও উনারা রহস্যজনক কারণে পালন করছে নীরবতা। এই ড্রাম ট্রাক থেকে মাটি সড়কে পরে পিচ্ছিল হওয়ার কারণে দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]