মির্জাগঞ্জে ইসলামি ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:০১:৫৫ অপরাহ্ন
 

 

মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ ফেব্রুয়ারী) বিকালে সুবিদখালী বাজার তিন রাস্তার মোড়ে উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহজালাল। প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মিরাজ হুসাইন।

উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান রহমানি, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী জিয়াউর রহমান উজ্জ্বল, উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মো. আবু নাইম আনসারি প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বাংলাদেশের সর্বস্তরের ছাত্রদের একমাত্র আদর্শ, আস্থাভাজন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসলামি ছাত্র আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

সম্মেলন শেষে মির্জাগঞ্জ উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সাইদুল ইসলাম আসাদ সভাপতি, মো. সাইদুল ইসলাম সহ-সভাপতি ও মো. শফিকুল ইসলাম বেলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]