তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১০:২৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১০:২৪:৫২ অপরাহ্ন



মোঃ জাকারিয়া হোসেন, তালতলী উপজেলা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা। দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেসক্লাবের সদস্য মো. ইউসুফ আলী এর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ। 


মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার ৩১ জানুয়ারী উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একই সাথে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান, বক্তারা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা চলছে হয়রানি মূলক মামলা হচ্ছে। এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া নাহলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]