রায়গঞ্জের পাঙ্গাসীতে চকনুর জুনিয়র ক্লাবের উদ্যোগে ব্যাটমিন্টন খেলা অনুস্ঠিত

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:২২:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:২২:৪৪ পূর্বাহ্ন

 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে সামনে রেখে ব্যাটমিন্টন খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ  হয়েছে। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর জুনিয়র ক্লাবের উদ্যোগে চকনুর চৌরাস্তার মোড়ে এ ব্যাটমিন্টন খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়। ব্যাটমিন্টন খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজক মো: আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলার শাখার সেক্রেটারি  ডাঃ এস.এম মুনসুর আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, গরীবের চেয়ারম্যান খ্যাত ৮ নং পাঙ্গাসী  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম সালাউদ্দিন হাসিনুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম, জামায়াতে ইসলামী ইউনিয়ন সহকারী সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্দুর রশিদ, ইউনিয়ন অফিস সম্পাদক মেরাজুল ইসলাম, শিক্ষক নেতা বুলবুল আহমেদ, ৫নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: সুকুর মাহমুদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি এস.এম মুনসুর আলী বলেন, 'খেলা ধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে। বর্তমান যুব সমাজ বিভিন্ন অনলাইন গেমিং ও নেশায় সাথে জড়িয়ে গেছে। তাই সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলা ধুলার গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে  এমন সুন্দর আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু ২৪'র জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছেন যুবকরা। আগামীর বৈষম্য বিহীন ও ইসলামী রাষ্ট্র গঠনে যুবকের প্রতি আহবান জানান তিনি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]