![](https://banglaralonews.com/public/postimages/67a10bfb35c40.jpg)
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক ভোরের কাগজ পত্রিকা ও এনটিভির অনলাইন প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর পিতার আজ সোমবার ৯ম তম মৃত্যুবার্ষিকী।
মোঃ ওয়ারেচ আলী মোল্লা রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ২০১৬ সালের ৩ফেব্রুয়ারী ২১শে মাঘ ১৪২৩ বঙ্গাব্দ রোজ বুধবার বিকাল ৩:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন। এ উপলক্ষে রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালীর তার গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে।
সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন জানান, আমার বাবা নাই দেখতে দেখতে আজ ৯টা বছর পেরিয়ে গেলো। সেদিনেই বুঝেছি বাবাকে হারানোর শোকটা কতটা কষ্টের। বিশ্বাস হচ্ছিল না আমার। সেই সময়টা মনে পড়লে দমবন্ধ হয়ে আসে। বাবাকে হারিয়ে আমি পাথর হয়ে গেছিলাম। তার বাবার রুহের মাগফিরাত কামনায় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।