ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদ্রাসার ৯ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে আনোয়ার হুসাইন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদরাসার শিক্ষক।
বলাৎকার শিকার ছাত্র হলেন, পশ্চিম ইউনিয়ন ফতেহপুর হিলফুল ফুযুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অত্র মাদরাসায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সোমবার বলাৎকার শিকার হওয়া ওই ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ওই শিক্ষক বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুর গ্রামের তৌহিদুল হক এর ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার (ওসি) আবদুর রাজ্জাক জানান, গত তিনদিন আগে ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মাদরাসায় এলে ওই অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।