নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মহানগরীতে আ'লীগ কর্মী রাসেল-সহ গ্রেফতার ১৫

আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:১৯:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:১৯:৪২ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : গত ৫ আগস্ট ২০২৪ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগরীতে আ'লীগ কর্মী রাসেল-সহ গ্রেফতার ১৫ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মোঃ রাসেল (৪০) সে মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া কলেজপাড়ার মৃত ফজুর ছেলে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১জন, মাদক মামলায় ৬জন, অন্যান্য অপরাধে ১জন এবং ওয়ারেন্টভুক্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবা-সহ দুই মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ পিছ   ইয়াবা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদ কারবারীরা হলো: মোঃ সেলিম রেজা (৩২), সে গোদাগাড়ীর থানার গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে ও মোঃ জাহিদুল ইসলাম সনি (২৮), সে  একই থানার মহিষালবাড়ী গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান, পুলিশের এই কর্মকর্তা।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]