![](https://banglaralonews.com/public/postimages/67a101838fc0c.jpg)
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরস্পরের ভাই ভাই। এখানে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।সাম্প্রদায়িক সম্প্রতির এ দেশ বাংলাদেশ এ দেশ কে এগিয়ে নিতে হলে সম্মলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ভাইদের মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে এসব বরদাস্ত করা হবে না। এখন সময় এসেছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থাকার।
সোমবার সিলেট ল' কলেজে পালিত হলো বিদ্যা দেবী সরস্বতী পূজা। পূজা পরিদর্শন ও শুভেচ্ছা অনুষ্ঠানটি আয়োজন করা হয় কলেজের মন্ডপে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ল' কলেজ ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল' কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমদ।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
পূজা পরিচালনা কমিটির অন্যতম সদস্য তাপস চন্দ্র চন্দ’র স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় সিলেট ল' কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ হাছান, সহ-সভাপতি আহমেদুর রহমান জাবেদ, যুগ্ম সম্পাদক আজির উদ্দিন ও রায়হান ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রদীপ তালুকদার, শেলী রানী রায়, সেবিকা রানী দাস, ত্রপা রানী দে, জয়শ্রী বৈদ্য রূপা, আশা কর, পিনাক দাস, তূর্য চক্রবর্তী, সুভাষ দাস, অনিমেষ রায়, শিবলু ভট্টাচার্য প্রমুখ।