​বিরতি ভেঙ্গে আপন সংসারে, বিজয় সরকার।

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১১:১৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন



বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গীতের বিশাল আকাশ জুড়ে যে সমস্ত নক্ষত্র উজ্জল আলো বিচ্ছুরণ করে জ্বল জ্বল করে জ্বলছে তাঁদের মধ্যে বিজয় সরকার অন্যতম।


যিনি তাঁর আত্মাকে গতিশীল ও জ্যোর্তিময় করে রাখেন সংগীত সাধনা দিয়ে। সুরের দ্বারা ও গানের দ্বারা তিনি সৃষ্টি করে যাচ্ছেন ইহ এবং পর জনমের মধ্যে বিনে সূতির মালায় গাথা সেতু বন্ধন। মানুষের আত্মা থেকে আত্মায়, হৃদয় থেকে হৃদয়ে। সেই সেতু বেয়েই  বিচরণ করছেন এই সঙ্গীতজ্ঞ। 


একজন বিজয় সরকার। যাঁর জীবনের অনেকখানি জুড়েই রয়েছে সংগীত। জীবনভর সংগীতের পেছনে ছুটে চলেছেন এই  সংগীত সাধক৷ যেন কথা, সুর, তাল, লয় নিয়ে তাঁর সংসার। তাই তিনি দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন তার আপন সংগীত সংসারে। এর মধ্যে তৈরিও করে ফেলেছেন বেশ কিছু গান, যা পর্যায়ক্রমে তিনি প্রকাশ করবেন । "বিজয় সরকার সুনামগঞ্জ "ফেসবুক পেজে। 

বিরতি ভেঙে গানে ফেরা নিয়ে বিজয় সরকার জানান, আজীবন আমি সংগীতের চর্চা করে চলেছি। আমি চেষ্টা করে চলেছি শাস্ত্রীয় সঙ্গীতের অভূতপূর্ব সৌন্দর্যের সাথে বাণীপ্রধান বাংলা গানের জাদুকরী অনুভূতির মেলবন্ধন ঘটানোর । এ এক ভীষণ আনন্দময় প্রাণের খেলা আমার। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]