বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া উপজেলাধীন আহমাদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে অপমান এবং মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাব্বির (৩০) হোসেনের বিরুদ্ধে। গত পহেলা জানুয়ারী শনিবার বানারীপাড়া থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিএনপি নেতা সাব্বির বানারীপাড়া উপজেলার বেতাল নিবাসী আব্দুল হাই মাষ্টার এর ছেলে। এ ঘটনার ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম বলেন, 'আমি মাদ্রাসা থেকে যাওয়ার পথে সাব্বির ও তার ভাইসহ আরো অজ্ঞাত ৬/৭ জন ব্যক্তি মিলে গাড়ি অবরোধ করে থামিয়ে বলেন, 'তুই অনুষ্ঠান করছিস কিন্তু আমাদের কাউকে দাওয়াত দেওনি কেন? পরক্ষনে আমি বলি, 'আমি তো তোমাকে অতিথি হিসেবে দাওয়াত করেছিলাম এবং তোমার জন্য সম্মাননা স্বারকও বানিয়েছিলাম। কিন্তু তুমিতো আসোনি।' এ কথা বলার পরে মারমূখি ভঙ্গিতে সাব্বির বলেন, 'তুই ম্যানেজিং কমিটির কাগজ পাঠিয়েছিস কেন?' এই বলে অকথ্য গালাগালি করেন এবং সাথে থাকা অন্যরা এলোপাথারি কিল ঘুষি মারা শুরু করেন।
এ ব্যাপারে মুঠোফোনে বিএনপি নেতা সাব্বিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, 'আমি কেন্দ্রীক অধ্যক্ষ আব্দুল হালিম সাহেবের মারধর ও অপমান হওয়ার ঘটনা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এমন কোন ঘটনাই ঘটেনি।' তিনি আরো বলেন, 'প্রায় ১৫দিন আগে আমি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম সাহেবের মাদ্রাসা পরিচালনায় অনিয়ম নিয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত দিয়েছি। সেই ঘটনার জেরে আব্দুল হালিম সাহেব আমার উপরে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা রচনা করেন।'
গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসায় বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনা এলাকার ভাবমূর্তি নষ্ট করেছে। এই ব্যপারে তদন্ত সাপেক্ষে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।