রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মিরপুর উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ডিএই উপ-পরিচালক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসা কর্মকর্তা-কর্মচারীগণ এবং মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
মেলার উদ্বোধন করার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে স্টল পরিদর্শন করেছেন অতিথিরা।