​শাহজাদপুরে সাংস্কৃতিক কর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১০:০৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১০:০৪:৪৩ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, নাট্যকর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

জানা যায়,
সম্প্রতি অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে  ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদে নাহিন খান ও তার চাচাতো ভাই বাধন খানকে অভিযুক্ত করা হয়।

এর প্রতিবাদে নাহিন খান ও বাধন খান বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত। 

এ বিষয়ে নাহিন খান বলেন, প্রকাশিত সংবাদে চাঁদাবাজির অভিযোগ করা হয়।আমাকে হেয় করার পাশাপাশি ক্ষতি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ব্যাক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে এ মিথ্যা সংবাদের অবতারণা করেছে।তাদের এই মিথ্যাচারে আমার (নাহিন খান) অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে।আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, উক্ত সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমাদের মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত।

উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]