নবীন শিক্ষার্থীদের নিয়ে বাকৃবি শিবিরের ‘মিট উইথ শিবির’ অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০২-২০২৫ ১০:৪৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ১০:৪৭:৩০ অপরাহ্ন

 
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘মিট উইথ শিবির’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাকৃবি শাখা শিবিরের তত্বাবধায়নে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
রবিবার (২ ফেব্রুয়ারি) সংগঠনের প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক ইউনুস বিন হোসাইন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
অনুষ্ঠানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

এছাড়া উপস্থিত ছিলেন, বাকৃবি শাখার সেক্রেটারি আবু নাসির ত্বোহাসহ শাখার অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। নেতারা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য ছাত্রশিবিরের অঙ্গীকার ব্যক্ত করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, "শহীদের প্রাণের বিনিময়ে পাওয়া এই ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণের প্রধান দায়িত্ব এখন ছাত্রসমাজের।" তিনি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং কোনো উসকানি বা সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দেন।
 
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। যাতে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চা নিশ্চিত করা যায়।
 
অনুষ্ঠানে বাকৃবি শাখা সভাপতি ফখরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা সর্বদা পাশে থাকাবে। শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবিতে ছাত্রশিবিরকে তারা সকল অবস্থায় পাশে পাবে। 






 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]