ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ এলাকার রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২৫) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থঅয় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।