অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি আটক

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৬:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৬:৫৫:০৮ অপরাহ্ন

 

 

 

রায়হান সাপাহার নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত ধর্ষক সেকেন্দার আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁর পোরশা থানা পুলিশ। শনিবার বিকালে তাকে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে আটক করে রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।
আটককৃত সেকেন্দার আলী নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, আটককৃত সেকেন্দার আলী ব্যবসায়ীক কারনে দীর্ঘদিন যাবৎ পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করে আসছিল। সেখানে ভিকটিম ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে ও ভঁয়ভিতি দেখিয়ে ইচ্চার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন। এতেকরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। প্রায় সাড়ে ৫ মাস পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। পরবর্তীতে গতকাল শনিবার ভিকটিম স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই পোরশা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে।

সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, আটকের পর আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]