ঘন কুয়াশায় সাড়ে দশ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলা শুরু দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:০৫:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:০৫:০৩ পূর্বাহ্ন

 
ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক) 
 
ঘন কুয়াশার কারনে সাড়ে দশ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপুর্ন নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
 
এরআগে, শুক্রবার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে রাত ১২ টার সময় কুয়াশার ঘনত্ব বেরে গিয়ে মার্কিনবাতি অস্পৃষ্ট হয়ে নৌপথে নৌযান চলাচলে ঝুকি দেখা দিলে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় নদীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় আটকে পরে অন্তত তিন শত ছোট বড় যানবাহন যার মধ্যে পন্যবাহি ট্রাকের সংখ্যাই ছিলো বেশি।
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সাড়ে দশ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরো বলেন, কুয়াশা একটি প্রাকৃতিক দুর্যোগ যেহেতু দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ ছিল ঘাটের উভয়প্রান্তে কিছু যানবাহন আটকে পরে। আটকে পরা যানবাহনগুলোকে বহরে থাকা ১৪ টি ফেরির মাধ্যমে অগ্রাধীকার ভিত্তিতে পার করানো হয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]